৳ ২০০ ৳ ১৭৬
|
১২% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
১৯২৮ সালে ‘সচিত্র কালিকলম’-এ প্রকাশিত হয় ছোটগল্প ‘শ্মশানের পথে’। যে আখ্যান পরবর্তীতে রূপ নেয় উপন্যাসে। ‘চৈতালী-ঘূর্ণি’তে। গ্রন্থাকারে প্রকাশ ১৯৩১ সালে। আবির্ভূত হন অনন্য এক কথাসাহিত্যিক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। যিনি ভবিষ্যতে লিখবেন- ‘গণদেবতা’, ‘কবি’, ‘হাঁসুলী বাঁকের উপকথা’, ‘আরোগ্য নিকেতন’-এর মতো মহৎ সাহিত্যকর্ম। ভূষিত হবেন- রবীন্দ্র, সাহিত্য আকাদেমি ও জ্ঞানপীঠ পুরস্কারে।বীরভূমের সামন্ত পরিবারে জন্ম। ছিলেন কংগ্রেসকর্মী। আইন অমান্য আন্দোলনে অংশ নিয়ে জেল খেটেছেন। অন্ধকার কারাপ্রকোষ্ঠেই ভেবে রেখেছিলেন উপন্যাসের প্লট। ছাড়া পাওয়ার পর লিখে ফেললেন, প্রথমে ছোটগল্প, পরে উপন্যাসের আকারে। নিজস্ব সাহিত্যিক স্বর তিনি প্রথম উপন্যাসেই খুঁজে পেয়েছিলেন। গ্রামীণ সমাজ ও তার ভাঙন। সে কারণেই বন্ধু-সহমর্মী এবং বাংলা কথাসাহিত্যের অন্যতম প্রধান পুরুষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ‘চৈতালী-ঘূর্ণি’কে বলেছিলেন তারাশঙ্করের ‘সমস্ত সাহিত্যকীর্তির Epitome’।রাঢ়ের সদ্গোপ চাষি গোষ্ঠর গ্রামত্যাগ, ধানকলে মজুরি এবং ধর্মঘটে সৃষ্ট দাঙ্গায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুর আখ্যান ‘চৈতালী-ঘূর্ণি’। যার বিস্তৃতি গোষ্ঠের স্ত্রী দামিনীর পতিভক্তিতে। গান্ধিভক্ত সুরেন ও শিবকালীর প্রেষণায় ইউনিয়ন প্রতিষ্ঠায়। ক্রোধে-ক্ষোভে শোষিতের ক্ষণে ক্ষণে জ্বলে-জেগে ওঠায়।
Title | : | চৈতালী-ঘূর্ণি |
Author | : | তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় |
Publisher | : | কবি প্রকাশনী |
ISBN | : | 9789849687160 |
Edition | : | 1st Published, 2023 |
Number of Pages | : | 96 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
তারাশঙ্কর বন্দোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট কথাসাহিত্যিক ছিলেন। ১৮৯৮ সালের ২৪ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তাঁর জন্ম। তাঁর শৈশব কাটে এই বীরভূম জেলারই লাভপুর গ্রামে। ধর্মপরায়ণ ও আদর্শনিষ্ঠ বাবা-মায়ের কাছে তিনিও একই সততা ও আদর্শের শিক্ষা নিয়ে বেড়ে উঠতে থাকেন। লাভপুরের যাদবলাল হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। তবে নানা কারণে বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম শেষ করতে পারেননি। ভারতীয় স্বাধীনতা বিপ্লবের সময় রাজনৈতিক কারণে কারাভোগ করতে হয় তাঁর। মুক্তি পাওয়ার পর সাহিত্যে মনোনিবেশ করেন পুরোপুরি। তাঁর অনন্য প্রতিভায় জন্ম নিয়েছে একেকটি অসাধারণ পাঠকনন্দিত সাহিত্যকর্ম। তারাশঙ্কর বন্দোপাধ্যায় রচনাবলী বাংলা সাহিত্যের অন্যতম সমৃদ্ধ সম্পদ। তাঁর লেখা কোনো নির্দিষ্ট শ্রেণীর মানুষের জীবনকে এককভাবে উপস্থাপন করে না, ফুটিয়ে তোলে গ্রামীণ ও নাগরিক জীবনের সব বৈশিষ্ট্যকে। সাহিত্য সৃষ্টি করতে তিনি বাদ রাখেননি কোনো শাখা। তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস হলো ‘চৈতালি ঘূর্ণি (১৯৩২)’, ‘পাষাণপুরী (১৯৩৩)’, ’ধাত্রীদেবতা (১৯৩৯)’, ’কালিন্দী (১৯৪০)’, ’কবি (১৯৪৪)’, ’হাসুলী বাঁকের উপকথা (১৯৫১)’, ‘কালরাত্রি (১৯৭০)’ ইত্যাদি। তারাশঙ্করের উপন্যাস সমগ্র সংখ্যার হিসাবে প্রায় ৬৫টি। এর মধ্যে ‘কবি’ উপন্যাসটি তারাশঙ্করের কালজয়ী উপন্যাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামার মাঝে তিনি বিভিন্ন শিল্পগোষ্ঠী ও সাহিত্য সম্মেলন এর নেতৃত্ব দান ও সভাপতিত্ব করেন। পশ্চিমবঙ্গের বিধান সভার নির্বাচিত সদস্য হিসেবে তিনি আট বছর দায়িত্ব পালন করেন। তারাশঙ্কর বন্দোপাধ্যায় কবিতা সমগ্র হল ‘ত্রিপত্র (১৯২৬)। এছাড়াও সাহিত্য রচনা করেছেন ছোটগল্প, নাটক, প্রহসন ও প্রবন্ধ আকারেও। তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের ছোটগল্প সংকলন হলো ‘ছলনাময়ী (১৯৩৭)’, ‘রসকলি (১৯৩৯)’, ‘হারানো সুর (১৯৪৫)’, ‘কালান্তর (১৯৫৬), ‘মিছিল (১৯৬৯)’, ‘উনিশশো একাত্তর (১৯৭১)’ ইত্যাদি। তাঁর রচিত অনেক উপন্যাস পেয়েছে চলচ্চিত্র রূপ, এদের মাঝে আছে ‘কালিন্দী’, ‘দুই পুরুষ’, ‘জলসাঘর’, ‘অভিযান’। তারাশঙ্কর বন্দোপাধ্যায় উপন্যাস সমগ্র বাঙালি পাঠকের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ‘শরতস্মৃতি পুরস্কার (১৯৪৭)’, ‘জগত্তারিণী স্বর্ণপদক (১৯৫৬)’, ‘রবীন্দ্র পুরস্কার (১৯৫৫)’, ‘পদ্মশ্রী (১৯৬২)’, ‘পদ্মভূষণ (১৯৬৮)’ ইত্যাদি পুরস্কার ও উপাধি লাভ করেন। তারাশঙ্কর বন্দোপাধ্যায় এর বই সমূহ মানুষের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছে। পাঠকনন্দিত এই বাঙালি কথাসাহিত্যিক ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর পরলোকগমন করেন।
If you found any incorrect information please report us